প্রকাশিত: Thu, Feb 9, 2023 2:48 PM
আপডেট: Mon, Jan 26, 2026 11:05 AM

হিরো আলমকে নিয়ে হৈচৈ তাদের সুখি করছে কি!

ফজলুল বারী : হিরো আলম নিয়ে গত কয়েকদিন কিছু লেখা পড়ে মনে হলো, দেশের কিছু লোক ভালোর নয়, খারাপের তুলনামূলক আলোচনা মূল্যায়নে মশগুল। যেন, অমুক অমুক খারাপ, এর চেয়ে হিরো আলম অত খারাপ নয়। প্রথম আলো একটি লেখা প্রকাশ করেছে, তাহলো আওয়ামী লীগ সরকারের এই এই খারাপের চেয়ে হিরো আলম অনেক ভালো। প্রথম আলো দেশের মূলধারার সেলিব্রেটিদের নানাভাবে মূল্যায়ন করে। পুরস্কার দেয়। হিরো আলমকে তারা তাদের আগামী কোনো অনুষ্ঠানে প্রধান অতিথি করবে? পুরস্কার দেবে? বা যদি তাকে প্রথম আলো অফিসে একটি চাকরির জন্য ভাবা হয়, সেটি কোন পদ? 

সর্বশেষ গাড়ি নিয়ে যে ঘটনা ঘটলো দেশে আইনের শাসন থাকলে এর মাঝে কয়েকটা মামলা হয়ে যেতো। যে গাড়ির অত বছর ধরে কোনো অনুমোদন বৈধতাই নেই, সে জন্যে সবার আগে এর সাবেক মালিকের বিরুদ্ধে মামলা-জরিমানা হতে পারে। বৈধ কাগজপত্র না থাকা গাড়িটি হিরো আলম নিয়ে এসেছেন কী করে? এম্বুলেন্সতো একটি নিরাপদ ভালো গাড়িকে করতে হবে। সেটা এই গাড়িকে? 

বাংলাদেশে অনেকে দেখবেন নামের আগে লিখেন জার্নালিস্ট অমুক। আলমও নিজেকে হিরো লিখে লিখে প্রতিষ্ঠিত করেছেন। কিন্তু ঘরে তো তিনি ভিলেন। তার স্ত্রী তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে মামলা করেছিলেন মনে আছে? এমন মানুষকে কি সিরিয়াসলি মডেল চরিত্র ভাবা হচ্ছে! না দেশের নানা কিছুতে বিরক্ত লোকজন এখানে যার যার হতাশাকেও উগড়ে দিচ্ছেন। তৃণমূলের কত ভালো মানুষের দেশে মূল্যায়ন হয় না। হিরো আলমকে নিয়ে হৈচৈ তাদের সুখি করছে কি? লেখক: অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক। ফেসবুক থেকে